
শারদীয় দুর্গাপূজার এই শুভক্ষণে আমি সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলা শাখা তরুণ দলের পক্ষ থেকে হিন্দু ধর্মলম্বী সকল ভাই-বোনদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন ।
দুর্গাপূজার শুধু একটি ধর্মীয় উৎসবই নয়, এটি আমাদের বাংলার সাংস্কৃতিকর অভিচ্ছেদ্য অংশ,সৌহাদ্য সস্প্রীতি ও মিলনের এক অন্যান্য নির্দেশন। এই উৎসবের মাধ্যমে সকল ধর্ম– বর্ণের মানুষ একসাথে মিলেমিশে যে ভালোবাসা, সহনশীলতা ও একাআত্মর পরিচয় দেয়, তা আমাদের সমাজে শান্তি ও সম্প্রীতির ভিত্তিকে আরও মজবুত করে।
আমরা বিশ্বাস করি শারদীয় দুর্গাপূজার এই আনন্দঘন সময়ে ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই মিলেমিশে উৎসবকে প্রাণবন্ত করে তুলবে। বর্তমান রাজনৈতিক ও সামাজিক প্রেক্ষাপটে এই সস্প্রীতির বাতাকে সরিয়ে দেওয়া অত্যন্ত জরুরী।
আসুন আমরা সকলে মিলে একটি শান্তিপূর্ণ, সহনশীল ও মানবিক বাংলাদেশ গঠনের নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব পালন করি। শারদীয় দুর্গাপূজা সবার জীবনে বয়ে আনুক শান্তি, সুখ ও সমৃদ্বি এই কামনাই করি।
শুভ শারদীয় দুর্গাপূজা
আন্তরিক শুভেচ্ছায়,
সাকলিন হাসান শিশির
আহবায়ক
শাহজাদপুর উপজেলা শাখা তরুণ দল